আইসিএসবির নতুন সদস্যদের অভ্যর্থনা অনুষ্ঠান

Posted on December 5, 2023

কর্পোরেট ডেস্ক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর হলিডে ইন হোটেলে আইসিএসবির নতুন নিবন্ধিত সদস্যদের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৪১ জন সদ্য নিবন্ধিত এসোসিয়েট সদস্যদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আইসিএসবি এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সূচনা বক্তব্যের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি আইসিএসবি-এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলোচনা করেন এবং নতুন সদস্যদের অভিনন্দন জানান।।

অলি কামাল এফসিএস, চেয়ারম্যান, মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রাইভেট সেক্টরে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, নতুন সদস্যদের জ্ঞান, দক্ষতা এবং সততার পরীক্ষা হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে।

নতুন সদস্যদের পক্ষ হতে, তিনজন এসোসিয়েট সদস্য- মোঃ ইব্রাহিম হোসেন এসিএস, হ্যাপি দে এসিএস এবং মাহমুদুল হাসান এসিএস বক্তব্য প্রদান করেন। তারা আইসিএসবির শিক্ষক, সিনিয়র সদস্য এবং আইসিএসবির কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন যে, আইসিএসবির সর্বস্তরের সকলের সহযোগিতা ছাড়া চার্টার্ড সেক্রেটারি হওয়া কষ্টসাধ্য একটি ব্যাপার।

তারা আরও উল্লেখ করেন যে, আইসিএসবি থেকে অর্জিত জ্ঞান তাদের কর্মজীবনে সহায়ক ভূমিকা
পালন করবে।

এম নুরুল আলম এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সদস্য, মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটি নতুন সদস্যদের উদ্দেশে "পেশাগত নৈতিকতা" বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তিনি পেশাদারী আচরণবিধি, চার্টার্ড সেক্রেটারিদের নৈতিক নীতিমালা, চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস, প্রেসিডেন্ট, আইসিএসবি তার বক্তব্যে বলেন, নতুন চার্টার্ড সেক্রেটারিদের জন্য এটি একটি বিশেষ দিন। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন যে, এটি একটি নতুন পর্বের সূচনা, যেখানে শেখার আগ্রহ, গভীরতা এবং সুযোগ বৃদ্ধি পাবে। তিনি সদ্য নিবন্ধিত সদস্যদের এ পেশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আইসিএসবি-এর সকল নতুন সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, চার্টার্ড সেক্রেটারিদের পেশাদারিত্ব, নৈতিকতা, বৈষম্যহীনতা, সহানুভূতি, আন্তর্জাতিক কমপ্লায়েন্স ইস্যু, ইএসজি, নবায়নযোগ্য জ্বালানি, ইত্যাদি সম্পর্কে জানতে হবে এবং তাদের নিয়মিত কার্যক্রমে অনুশীলন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা ২০২৬ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে সুতরাং আমাদের রাজস্ব সংগ্রহ এবং শুল্ক নীতি সংস্কার নিয়ে কাজ করতে হবে। যদিও আমরা আরএমজি সেক্টর থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি কিন্তু আমাদের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য আরও ৪-৫ টি নতুন বৈচিত্র্যপূর্ণ রপ্তানি খাত গড়ে তুলতে হবে। চার্টার্ড সেক্রেটারিগণ সকল কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং ২০৪১ সালের মধ্যে উন্নয়ন লক্ষ্যমাত্রা টেকসইভাবে অর্জনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথি তপন কান্তি ঘোষ তার মূল্যবান বক্তব্য প্রদানের পর আইসিএসবি-এর নতুন সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।

পরিশেষে আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস, সদস্য, মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটি ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রধান অতিথি, আইসিএসবির কাউন্সিল সদস্য ও উপস্থিত সকলের উদ্দেশ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।