পুঁজিবাজার ডেস্ক : সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রি করেছেন। গত ২৬ নভেম্বর ডিএসইর ব্লক মার্কেটে ক্রয় চুক্তি (এসপিএ) অনুসারে তারা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। রোববার (৩ ডিসেম্বর) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, পূর্ব ঘোষণা অনুযায়ী সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালক অ্যাডভোকেট শায়লা ফেরদৌস ৭ লাখ ১৭ হাজার ৪২৯টি, উদ্যোক্তা সাইদুর রহমান খান ২ লাখ ৫০ হাজার ২৯, পরিচালক রাহাত মালেক ৩০ লাখ ৪৯ হাজার ৮০০, উদ্যোক্তা পরিচালক অধ্যাপক রুবিনা হামিদ ১৭ লাখ ৫৬ হাজার ৭৬০, উদ্যোক্তা পরিচালক ড. কাজী আখতার হামিদ ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮, উদ্যোক্তা শাবানা মালেক ৭ লাখ ১৫ হাজার ২১৩, উদ্যোক্তা মোস্তাক আহমেদ ৭ লাখ ৯৪ হাজার ৬৭২ ও উদ্যোক্তা জাহিদ মালেক ২৯ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করেছেন। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি ও অন্যান্য ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে করা এসপিএ অনুসারে এ শেয়ার বিক্রি করা হয়েছে। অধ্যাপক রুবিনা হামিদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন। রুবিনা হামিদের স্বামী ড. কাজী আখতার হামিদ। শাবানা মালেক স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী এবং রাহাত মালেক তাদের সন্তান।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি- সেপ্টেম্বর) সানলাইফের জীবন বীমা তহবিল হয়েছে ৪০ কোটি ১১ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৯১ কোটি ৫৫ লাখ টাকা।
সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। লোকসানের কারণে ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করা হয়নি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি সম্পন্ন https://corporatesangbad.com/54088/ |