বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’। আলোচিত এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি। চরিত্রটি রূপায়ন করেছেন দীনেশ ফাদনিস। তিনি বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, হার্ট অ্যাটাক করে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে দীনেশকে। এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে সিআইডি টিম থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে তার শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল। সেই তুলনায় অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আইসিইউতে ‘সিআইডি’র ফ্রেডি https://corporatesangbad.com/54078/ |