তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সিএনজিচালিত অটোরিক্সা দুর্ঘটনায় রুহেল বখত (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তার মা হাছনা বেগমও (৭০) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) রাতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত রুহেল বখত কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মালিক বখতের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাচাড়।
পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে মৌলভীবাজার সদর থেকে অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে সিএনজিচালিত অটোরিক্সায় বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এতে রুহেল বখত ও তার মা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মৌলভীবাজার সদর ২৫০শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুহেল বখতকে মৃত ঘোষণা করেন। মা হাছনা বেগম এখন সে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মাকে ডাক্তার দেখিয়ে ঘরে ফেরা হয়নি রুহেলের https://corporatesangbad.com/53926/ |