নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, ফু ওয়াং ফুড, রানার অটো, বিএসআরএম লিমিটেড এবং রহিম টেক্সটাইল।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, ফু ওয়াং ফুড এবং রানার অটোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। আর বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড এবং রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
বিএসআরএম স্টিল:কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এপেক্স স্পিনিং:কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ৩’এবং স্বল্পমেয়াদে এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এপেক্স ফুডস: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ১’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ফু-ওয়াং ফুড: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি২’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ এবং ১৬ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
রানার অটো: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ১’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিএসআরএম লিমিটেড: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ+’এবং স্বল্পমেয়াদে এসটি-২ ’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
রহিম টেক্সটাইল মিলস লিমিটেড: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ-’এবং স্বল্পমেয়াদে এসটি-৩ ’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন https://corporatesangbad.com/53921/ |