নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর. এন. স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নতুন নাম প্রস্তাব করা হয়েছে ‘ স্মার্ট ইন্ডাস্ট্রিজ পিএলসি‘। এই নামে অন্য কোনো কোম্পানির নিবন্ধন থেকে থাকলে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এর অনুমতি সাপেক্ষে অন্য নাম গ্রহণ করা হবে।
বুধবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নাম পরিবর্তন করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডারদের সম্মতি এবং রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এর অনুমতি সাপেক্ষে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত কার্যকর হবে। শেয়ারহোল্ডারদের সম্মতি জানতে নাম পরিবর্তনের এই প্রস্তাব আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উত্থাপন করা হবে।
শেয়ারহোল্ডাররা নাম পরিবর্তনে সম্মত হলে তার আলোকে কোম্পানির সংঘস্মারক এবং সংঘবিধিও পরিবর্তন করা হবে।
এর আগে কোম্পানিটি একই উদ্যোক্তাদের মালিকানাধীন অপর কোম্পানি সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনও দিয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আরএন স্পিনিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত https://corporatesangbad.com/53874/ |