নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজারে নগদ টাকার সরবরাহ কমাতে সুদের হার বৃদ্ধি করা হচ্ছে প্রতি মাসে। আসছে ডিসেম্বরেই ব্যাংকের ঋণের সুদহার হচ্ছে ১১.৮১ শতাংশ। এর ফলে ২০২০ সালে নয়-ছয় সুদহার চালুর পর এটি হবে রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে, বাজারে টাকার সরবরাহ কমলে পণ্যের মূল্য কমবে এমন নীতি বাস্তবায়ন করা হচ্ছে। ৬ মাসের (জুন-নভেম্বর) ট্রেজারি বিলের গড় সুদের ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ব্যাংকের স্মার্ট সুদহার ৮.৭৫ শতাংশে দাঁড়িয়েছে। এরসঙ্গে বেঞ্চমার্ক পদ্ধতিতে মার্জিন যোগ হবে আরও ৩.৭৫ শতাংশ। ফলে গ্রাহক পর্যায়ে ব্যাংকের সুদহার হবে ১১.৮১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, নভেম্বরে স্মার্ট সুদহার ১০.০৯ শতাংশ। নভেম্বরসহ বিগত ৬ মাসের গড় হিসাবে সুদহার দাঁড়ায় ৮.০৬ শতাংশ। গ্রাহক পর্যায়ে মার্জিন হিসাবে ৩.৭৫ শতাংশ যোগ করে ডিসেম্বরে সুদহার হতে যাচ্ছে ১১.৮১ শতাংশ। যেটি হবে গত ২০২০ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ সুদহার। নভেম্বরে স্মার্ট সুদের হার ছিল ৭.৪৩ শতাংশ।
নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহার বিদ্যমান ৯.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯.৭৫ শতাংশ করা হয়েছে। আর করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার বিদ্যমান শতকরা ৫.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৭৫ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে। এসব কাএণ ডিসেম্বর থেকে সুদহার বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের ডিসেম্বর থেকে গ্রাহক পর্যায়ে সুদহার হবে ১১.৮১ শতাংশ। যেটি চলতি মাস নভেম্বরে রয়েছে ১১.১৮ শতাংশ। গত অক্টোবর মাসে গ্রাহক পর্যায়ে সুদহার ছিল ১০.৯৩ শতাংশ, সেপ্টেম্বর মাসে ছিল ১০.৭০ শতাংশ, আগস্ট মাসে ছিল ১০.১৪ শতাংশ, জুন ও জুলাই মাসে ছিল ১০.১০ শতাংশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিসেম্বর থেকে ব্যাংক ঋণে প্রায় ১২ শতাংশ সুদ দিতে হবে https://corporatesangbad.com/53807/ |