কর্পোরেট ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, প্রাইম ব্যাংক পিএলসি এবং আইফার্মার কৃষক ও কৃষি উদ্যোক্তাদের বিশেষ করে কৃষি কাজে জড়িত নারীদের অর্থায়ন সহজ করতে যৌথ উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগের ফলে সারাদেশে শতশত কৃষক এবং কৃষি উদ্যোক্তা যাদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ প্রয়োজন তাদের ঋণ প্রাপ্তি সহজ হবে।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং আইফার্মার এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে চুক্তির নথি হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কৃষক ও কৃষি নারী উদ্যোক্তাদের জন্য প্রাইম ব্যাংক-আইফার্মার মধ্যে চুক্তি স্বাক্ষর https://corporatesangbad.com/53805/ |