বিনোদন ডেস্ক : টলিপাড়ায় একের পর এক বিয়ে। পরমব্রত-পিয়ার পর আগামী ২ ডিসেম্বর এনগেইজমেন্ট অভিনেত্রী সুদীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়ের, বিয়ে ৭ ডিসেম্বর। এবার চারহাত এক হতে চলেছে সৌরভ দাস ও দর্শনা বণিকের। তাদের সম্পর্কের গুঞ্জন ছিল বেশকিছুন যাবৎ।
সূত্রের খবর অনুযায়ী, ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের এই দুই অভিনেতা। কলকাতার একটি বিলাসবহুল হোটেলে বসবে বিবাহ অনুষ্ঠান।
বর ও কনে, দুজনেই বাংলা সিনে দুনিয়ার। এতদিন তাঁদের সম্পর্কের কথা নিয়ে মুখ খোলেননি কেউই। তবে দর্শনা বণিক জানায়েছেন, সমস্ত নিয়ম মেনেই বিয়ে হবে। পুরো ঘটনায় ভীষণ এক্সাইটেড নায়িকা। সৌরভ এবং দর্শনার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস আগে থেকেই শোনা গিয়েছিল। সম্প্রতি তাঁরা যে আরও ঘনিষ্ঠ হয়েছেন, সে খবরও হাওয়ায় ভাসছিল। কিন্তু তাঁদের হঠাৎ বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে রীতিমতো চমকেই গিয়েছেন অনেকেই।
সোমবার গোটা দিন সোশ্যাল মিডিয়াজুড়ে ঘুরে বেড়াল কেবল নবদম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর ছবি। তবে রাত বাড়তেই চমক দিলেন অপর দুই অভিনেতা ও অভিনেত্রী। অভিনেত্রী দর্শনা বণিক ইতিমধ্যেই টলিউড থেকে বলিউড হয়ে দক্ষিণের বেশকিছু ছবি করে ফেলেছেন। সিরিজ থেকে সিনেমা সবেতেই অভিনয় প্রতিভায় সপ্রতিভ। অন্যদিকে সৌরভ দাসকে বলা হয় ওয়েব সিরিজের মুখ।
অল্প হলেও সত্যি ছবি-সহ একাধিক কাজ একসঙ্গে করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই বন্ধুত্ব। পরে সময়ের সঙ্গে তা গাঢ় হয়েছে। তবে সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে এদের একসঙ্গে দেখা গেছে বহুবার। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
মনোনয়নপত্র কিনলেন ডলি সায়ন্তনী
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিয়ের পিঁড়িতে বসছেন সৌরভ-দর্শনা https://corporatesangbad.com/53671/ |