আন্তর্জাতিক ডেস্ক : গ্রীসের লেসবস দ্বীপের কাছাকাছি আফ্রিকার দেশ কোমোরসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে থাকা ১৪ জন ক্রুর ১৩ জনই নিখোঁজ হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) ঝোড়ো হাওয়ায় কবলে পড়ে ডুবে যায় লবণ বোঝাই পণ্যবাহী জাহাজটি।
লেবাননে অবস্থিত জাহাজটির পরিচালন সংস্থার বরাত দিয়ে এথেন্স নিউজ এজেন্সি (এএনএ) বলেছে, ক্রুদের মধ্যে ১১ মিসরীয়, দুজন সিরীয় ও একজন ভারতীয়।
গ্রিক কোস্ট গার্ড জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার র্যাপ্টর কার্গো জাহাজ থেকে একজন ক্রু সদস্যকে তুলে নেয়। তাকে লেসবস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি ১৩ জনের অবস্থা এখনো জানা যায়নি।
স্থানীয় কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস অ্যালেক্সিও বলেছেন, এমন দুর্ঘটনায় আমি হতবাক। পাঁচটি কার্গো জাহাজ, তিনটি উপকূলরক্ষী জাহাজ, একটি ছোট যুদ্ধজাহাজ ও বিমান ও নৌবাহিনীর হেলিকপ্টার উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। জাহাজটিতে ১৪ জন ক্রু সদস্য ছিলেন।
কোস্ট গার্ড আরও জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে তুরস্কের উপকূলের কাছে লেসবস থেকে ৪.৫ নটিক্যাল মাইল (৮.৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে জাহাজটি ডুবে যায়। ১৯৮৪ সালে নির্মিত ১০৬ মিটারের জাহাজটি মিশরের দেখাইলা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
এই মাসের শুরুর দিকে একটি ঐতিহাসিক গ্রিক যুদ্ধজাহাজ ঝোড়ো হাওয়ার কারণে বারবার একটি ডকে আঘাত করার পর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ধারাবাহিক ঝড়ের মুখোমুখি হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি।সূত্র: রয়টার্স
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গ্রিক দ্বীপের কাছে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৩ https://corporatesangbad.com/53564/ |