আরএকে সিরামিকসের বন্ধ থাকা উৎপাদন লাইন চালু

Posted on November 26, 2023

নিজস্ব প্রতিবেদক : উৎপাদনে ফিরেছে মেরামত কাজের জন্য সাময়িক বন্ধ থাকা পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের উৎপাদন লাইন -১। গেলো আগস্ট মাসের ৯ তারিখ থেকে মেরামত কাজের জন্য ৩ মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে এই উৎপাদন লাইনটি। তবে এসময় সচল ছিলো কোম্পানিটির বাকি তিনটি লাইন।

রোববার (২৬ নভেম্বর) কোম্পানিটির তরফ থেকে পাঠানো মূল্য সংবেদনশীল তথ্য সূত্রে উৎপাদনকেন্দ্র চালু হওয়ার বিষয়টি জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে এবার মেরামত কাজের জন্য ২ মাস বন্ধ রাখা হবে কোম্পানিটির টাইলস উৎপাদন লাইন – ২। তবে চালু থাকবে উৎপাদন লাইন ১, ৩ ও ৪।

কোম্পানিটি জানিয়েছে আজ (২৬ নভেম্বর) থেকেই বন্ধ রাখা হবে এই উৎপাদন লাইনটি।

প্রসঙ্গত, সর্বশেষ তৃতীয় প্রান্তিকে আরকে সিরামিকস শেয়ার প্রতি আয় করেছে ২৯ পয়সা।