সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জহুরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।,
শুক্রবার (১৩ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জহুরা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার মৃত রহিজ উদ্দিনের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গত সোমবার রাতে তীব্র শীতের কারনে একটি পাত্রে আগুন নিয়ে পোহাতে ছিলেন জহুরা বেগম।
এসময় তার পরনের কাপড়ে আগুন লেগে সে গুরুতর দগ্ধ হয়। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু https://corporatesangbad.com/5348/ |