এভিন্স টেক্সটাইলস নগদ লভ্যাংশ পাঠিয়েছে

Posted on January 14, 2023

পুঁজিবাজার ডেস্ক: সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড। আলোচ্য হিসাব বছরে এর বাইরে কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ হিসাব বছরে এভিন্স টেক্সটাইলসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১২ পয়সা। এর আগের হিসাব বছরে এ লোকসান ছিল দশমিক শূন্য ১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৭ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৯ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এভিন্স টেক্সটাইলস।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে দশমিক শূন্য ১ পয়সা। যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ১৯ পয়সা।