স্পোর্টস ডেস্ক : আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের প্রথম টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারন করা হয়েছে ১শ টাকা এবং সর্বোচ্চ মূল্য থাকছে ১ হাজার টাকা।
গ্রীন হিল এলাকা এবং ওয়েস্টার্ন গ্যালারি থেকে ১শ টাকায় টেস্ট উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমিরা।
ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে ২শ টাকা এবং ক্লাব হাউসের টিকিটের মূল্য থাকছে ৩শ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ঠিক করা হয়েছে ১ হাজার টাকা।
ম্যাচের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা এবং সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের টিকিট কাউন্টারে প্রথম টেস্টের টিকিট পাওয়া যাবে।
প্রথম টেস্টকে সামনে রেখে বর্তমানে সিলেটে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১০০ টাকায় দেখা যাবে সিলেট টেস্ট https://corporatesangbad.com/53373/ |