স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল ওখদুদের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আল নাসর।
শুক্রবার দিনগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-আখদৌদ। ম্যাচে ৩-০ গোলে জয় পায় রোনালদোর দল। দলের হয়ে তিনি জোড়া গোল করেন। এছাড়া একটি গোল করেন সামি আল-নাজি।
ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। সামি আল-নাজি গোল করে প্রথমে এগিয়ে দেন দলকে। ম্যাচের শেষ দিকে পর্তুগিজ এই স্ট্রাইকার প্রথম গোল করেন। ৭৭ মিনিটে অ্যালেক্স টেলেসের ক্রস থেকে বল পেয়ে আল ওখদুদের গোলরক্ষক পাওলো ভিতরকে পরাস্ত করেন সিআর সেভেন।
৮০ মিনিটে আল আখদৌদ গোলরক্ষক পাওলো ভিতর পোস্টের সামনে অনেকটাই এগিয়ে এসেছিলেন একটি আক্রমণ ঠেকানোর জন্য। কিন্তু বল চলে যায় সোজা রোনালদোর কাছে। এরপরই অসাধারণ একটি লব করেন তিনি। যেটা গোলরক্ষক এবং ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে গিয়ে সোজা আশ্রয় নেয় পোস্টের ভেতর। ম্যাচের শেষ দিকে এসে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করেন রোনালদো।
চলতি মৌসুমে ১৩ ম্যাচে রোনালদোর এটি ১৫তম গোল। আর এই জয়ের ফলে আল নাসর উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট এগিয়ে আল হিলাল। তারা ম্যাচও খেলেছে একটি কম। ১৪ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৩৪। ৩৩ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৩৫।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয় https://corporatesangbad.com/53299/ |