অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্রাজিলে সয়াবিন উৎপাদনের পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে কৃষিপণ্য পরামর্শক প্রতিষ্ঠান এগ্রোকনসাল্ট। ২০২৩-২৪ বিপণন বছরে দেশটিতে রেকর্ড ১৬ কোটি ১৬ লাখ টন সয়াবিন উৎপাদনের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। বৈরী আবহাওয়ায় দেশটির ফলন কিছুটা ব্যাহত হলেও তা রেকর্ড প্রবৃদ্ধির ঘরেই থাকবে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে এগ্রোকনসাল্ট। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিষ্ঠানটি বলছে, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ায় মধ্য-উত্তরাঞ্চলীয় ব্রাজিলে উৎপাদন ৭৬ লাখ টন কমে আসবে। সবচেয়ে বেশি ফসলহানি হওয়ার আশঙ্কা শীর্ষ শস্য উৎপাদনকারী রাজ্য মাতো গ্রোসোতে। তবে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে দো সুলে এ বছর ফলন বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। প্রাকৃতিক বাধা-বিপত্তি সত্ত্বেও চলতি মৌসুমে উৎপাদনের পরিমাণ গত মৌসুমের ১৫ কোটি ৯৭ লাখ টনকে ছাড়িয়ে যাবে।
এগ্রোকনসাল্ট জানিয়েছে, উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রাখবে আবাদি জমির পরিমাণ। এ বছর আবাদি জমির পরিমাণ ২ দশমিক ৯ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। মোট ৪ কোটি ৫৭ লাখ হেক্টর জমি চলতি বছর চাষাবাদের আওতায় আসার প্রত্যাশা করা হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী। দেশটির তেলবীজ পণ্যের শীর্ষ ক্রেতা চীন। চলতি মৌসুমে উৎপাদন বাড়লে তেলবীজটির মূল্য কিছুটা নিম্নমুখী হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্রাজিলে রেকর্ড সয়াবিন উৎপাদনের পূর্বাভাস https://corporatesangbad.com/53286/ |