প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে কুইন সাউথ টেক্সটাইলের

Posted on November 25, 2023

নিজস্ব প্রতিবেদক : কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩১ পয়সা।সি হিসেবে কোম্পানিটির প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ২৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ইপিএস ৫০.৬১ শতাংশ কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৮ পয়সায়। এদিকে সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় এ বছরের ৩০ ডিসেম্বর এজিএম আহ্বান করা হয়েছে। এজিএমের স্থান ও সময় পরে জানানো হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

এর আগে সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কুইন সাউথ টেক্সটাইল মিলসের পর্ষদ। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩১ পয়সায়।