মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে একটি যাত্রীবাহী বাস ভাংচুর এবং চালককে মারধর করেছে দুর্বত্তরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে চিরিংগা হাসপাতাল সড়ক সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর অনেকক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিকাল চারটার দিকে কয়েকটি মোটরসাইকেল যোগে কিছু যুবক মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়িটি ভাংচুর করে।এবং বাস চালককে মারধর করে পালিয়ে যায়।
ঘটনাস্থলে চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ান,সহকারী কমিশনার ভূমি মো:রাহাতউজ্জান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা উপস্থিত হওয়ার আগেই এসব যুবকরা পালিয়ে যায়।এবং মহাসড়ক দিয়ে যানচলাচল চলাচল স্বাভাবিক হয়ে যায়। বাস ভাংচুরে ঘটনাটি কেনো ঘটেছে তার কারণ জানা যায় নি।
এদিকে সারাদেশে বিএনপি জামাতের ডাকা দ্বিতীয় দিনের অবরোধ চলছে। এ অবরোধকে কেন্দ্র করে চকরিয়ায় বিপুল পরিমাণ বিজিবি,পুলিশ, র্যাব মোতায়েন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় যাত্রীবাহী বাস ভাংচুর https://corporatesangbad.com/53240/ |