বিনোদন ডেস্ক : অভিনেত্রী জিনাত সানু স্বাগতা অভিনয়, উপস্থাপনা ও গান নিয়ে সব সময় আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি তার ব্যক্তিজীবন নিয়েও সংবাদের শিরোনাম হয়েছিলেন। আলোচনাটি ছিল তার বিয়ে প্রসঙ্গে।
স্বাগতা এবার তার বিয়ের সময় জানালেন গণমাধ্যমের কাছে। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আসছে জানুয়ারি মাসে বিয়ে। গত মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন সবকিছু গোছাচ্ছি।’
স্বাগতা কাকে বিয়ে করছেন? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘সময় হলে সব জানাব। তবে বিয়ে করতে যাচ্ছি। জীবনের সুন্দর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি ‘
এদিকে স্বাগতা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি পরিচালক নুরুল আলম আতিক নির্মিত ‘মানুষের বাগান' অন্যটি মিশু মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’।
অন্যদিকে স্বাগতা অভিনীত ‘অসম্ভব’ নামের একটি সিনেমা চলতি মাসে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।
এছাড়া নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে স্বাগতা বলেন, ‘নতুন নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছি। আরও অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমি অভিনয়ের মানুষ, অভিনয় নিয়েই থাকতে চাই।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জানুয়ারি মাসে বিয়ে করতে যাচ্ছেন স্বাগতা https://corporatesangbad.com/53221/ |