কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত ও দ্রুত রেমিট্যান্স সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে ব্যাংকের সকল শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ লাউঞ্জের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব-এ-আলম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম আবু সিদ্দিকী, মোঃ নাসিম আহমেদ, মোহাম্মদ শাহাদাত উল্যাহ ও নজরুল ইসলাম এবং ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শাখা পর্যায়ে রেমিট্যান্স লাউঞ্জ চালু করল ইসলামী ব্যাংক https://corporatesangbad.com/53203/ |