অর্থ-বাণিজ্য ডেস্ক : ডলারের দাম ৫০ পয়সা কমিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ডলারের দাম কমানোর এই সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১০ টাকায় ডলার ক্রয় করবে ব্যাংকগুলো। আর বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়।
আজ (২৩ নভেম্বর) বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে ব্যাংকগুলো রপ্তানির ক্ষেত্রে প্রতি ডলার বিক্রি করছে ১১০ টাকা ৫০ পয়সা। যা ৫০ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।একইভাবে ১১১ টাকা থেকে আমদানি বিলের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতি ডলার বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়।
এছাড়া প্রবাসীদের আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ব্যাংকগুলো পরিশোধ করবে ১১০ টাকা। তবে এর সাথে যুক্ত হবে সরকারের আড়াই শতাংশ প্রণোদন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডলারের দাম ৫০ পয়সা কমেছে https://corporatesangbad.com/53186/ |