বেস্ট হোল্ডিংসের বিডিং শেষ হবে আজ

Posted on November 23, 2023

নিজস্ব প্রতিবেদক : শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাট অফ প্রাইস) নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া বেস্ট হোল্ডিংস লিমিটেডের বিডিং আজ ২৩ নভেম্বর বিকাল ৪টায় শেষ হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে গত সোমবার বিকাল ৪টায় বিডিং শুরু হয়।

এর আগে গত ১০ অক্টোবর বেস্ট হোল্ডিংসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন সভায় বেস্ট হোল্ডিংস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৫০ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে পাবলিক ইস্যু রুলস অনুসারে আইপিওর মাধ্যমে উত্তোলনের প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি ভবন ও অন্যান্য পূর্তকাজ, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার খরচ খাতে ব্যয় করবে।