নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য ১.৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলী ইমাম মজুমদার। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, গোলাম রহমান, আব্দুল করিম, নাজনীন সুলতানা, মোঃ শাহেদুল আলম এবং মোঃ শামসুল আলম।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব তানভীর হাসান, এফসিএ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডিএসই, সিএসই ও স্বতন্ত্র প্রতিনিধি।
এছাড়াও সভায় বিগত বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি গ্রহণ সহ এজিএমের সমস্ত এজেন্ডা এবং অডিটরদের রিপোর্ট এবং পরিচালকদের রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মাইডাস ফাইন্যান্সের লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/53131/ |