কর্পোরেট ডেস্ক : কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলী দ্বীন।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সিআইএস-বিসিসিআইর ত্রি-বার্ষিক মেয়াদের নির্বাচনে তিনি ২০২৪ থেকে ২০২৭ তিন বছরের জন্য পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
বিশিষ্ট্য ব্যবসায়ী মোহাম্মদ আলী দ্বীন রানার মোটরস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মোহাম্মদ আলী দ্বীনকে অভিনন্দন জানিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য সিআইএস-বিসিসিআইর সভাপতি নির্বাচিত https://corporatesangbad.com/53115/ |