যশোরের ৬টি আসনে লড়াইয়ে ৩৫ প্রার্থী, শুরু প্রচার-প্রচারণা

Posted on January 22, 2026

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান তার কার্যালয়ে বুধবার এ প্রতীক বরাদ্দ দেন। আজ বৃহস্পতিবার থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন-

যশোর-১ শার্শা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল), বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বক্তিয়ার রহমান (হাতপাখা) ।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী (হাতপাখা), বাসদের প্রার্থী ইমরান খান (মই), স্বতন্ত্র জহুরুল ইসলাম (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (ফুটবল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী শামছুল হক (টেলিভিশন), এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ ( ঈগল) ।

যশোর-৩ সদর আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন (হাতপাখা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের (দাড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী (লাঙ্গল), জাগপার প্রার্থী নিজামউদ্দীন অমিত (চশমা), সিপিবির প্রার্থী রাশেদ খান (কাস্তে) ।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন (হাতপাখা), বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী (ধানের শীষ), খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী (দেয়ালঘড়ি), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল (দাড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক (লাঙ্গল), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল (রকেট) ।

যশোর-৫ মণিরামপুর আসনে জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম (লাঙ্গল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন (হাতপাখা), বিএনপির প্রার্থী রশীদ আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন (কলস) ।

যশোর-৬ কেশবপুর আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান (লাঙ্গল), বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ), এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসান (ঈগল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের প্রতীক ( হাতপাখা)।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হচ্ছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ভোটের পরিবেশ অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ৬টি আসনে ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮।