মেঘনা ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Posted on January 22, 2026

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি, মেঘনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা- ২০২৬ সম্প্রতি রাজধানীর স্বনামধন্য একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের বিগত বছরের বিভিন্ন শাখা ও বিভাগগুলোর অর্জিত সাফল্য নিয়ে বিশদ আলোচনা করা হয়। সেই সঙ্গে ২০২৬ সালের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সভায় ব্যাংকের প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। তিনি ব্যাংকের সার্বিক উন্নয়নে শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম।

এছাড়া সভায় মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো: ছাদেকুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সজীব কুমার সাহা, চিফ রিস্ক অফিসার আই. কিউ. এম. আব্দুল জলিল ও হেড অব অপারেশনস তানভীর সাম্সসহ সকল শাখা, উপশাখা ব্যবস্থাপক ও কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।