মুক্তাগাছায় বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে যুবককে হত্যা

Posted on January 21, 2026

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিজবাড়িতে অবস্থানকালে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ‍্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ভ্যানচালক আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা এই নৃশংসতার সুষ্ঠু বিচার চাই। একই এলাকার বাসিন্দা লাইলী আক্তার বলেন, কোনো হত্যাই আমাদের কাম্য নয়। যারা শফিকুলকে এভাবে মেরেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।