আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথের কৌশলগত চুক্তি স্বাক্ষর

Posted on January 21, 2026

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেডের উদ্যোগ পূর্ণ হেলথ এর মধ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতের প্রসারে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল ই-ক্লিনিক প্ল্যাটফর্ম পূর্ণ হেলথ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

সোমবার (১৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা এবং ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেড-এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানিন ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পূর্ণ হেলথ এর ডিরেক্টর ও চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সফিকুল কাওসার।

এর মাধ্যমে আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা সমাধান ও শরীয়াহসম্মত আর্থিক সেবার সমন্বয়ে স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বাড়ানো, সেবার দক্ষতা ও মান উন্নত করা এবং গ্রাহকদের জন্য একটি উন্নত ডিজিটাল লাইফস্টাইল ও স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।