![]() |

স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক চাপ প্রয়োগ করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
তিনি বলেন, ‘আমাদের বাদ দিয়ে (আইসিসি) স্কটল্যান্ডকে নেবে আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। আমাদের মূল কথা, যদি আইসিসি ভারতীয় বোর্ডের সাথে কথা বলে আমাদের ওপর চাপ সৃষ্টি করে; অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয় তবে আমরা সে অযৌক্তিক শর্ত মানবো না।’
বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে স্কটল্যান্ড কি বাংলাদেশের জায়গায় খেলবে-এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ভারতে পাকিস্তান খেলতে না যাওয়ার কারণে অতীতে বেশ কয়েকবার ভেন্যু পরিবর্তন হয়েছে। আমাদেরকে অযৌক্তিক কোনো চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ না খেললে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়া সর্বোচ্চ র্যাঙ্কধারী দলকে সুযোগ দেবে। সেক্ষেত্রে কপাল খুলতে পারে স্কটল্যান্ডের। যদিও বিবিসি জানিয়েছে, এ বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে স্কটল্যান্ডকে কিছু জানানো হয়নি।
সম্প্রতি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়েছে। আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা হলেও, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় আইসিসিকে। এ বিষয়ে চলতি সপ্তাহে ঢাকায় বিসিবি ও আইসিসি কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা https://corporatesangbad.com/530956/ |