মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সিএনজিচালিত অটোরিক্সা ও মুদির দোকান পুড়ে গেছে। এতে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ আহমেদ জানান, ভোর ৪টার দিকে হারবাং ইউনিয়নের নাথপাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি সিএনজিচালিত অটোরিক্সায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন প্রাকৃতিক কাজ সারতে বাড়ি থেকে বের হলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। পরে তাদের চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে তার ৪ লাখ টাকা দামের গাড়িটি পুড়ে ক্ষতি হয়েছে।
অপরদিকে, সকাল ৬টার দিকে কাজল নাথ নামে আরেক ব্যক্তির মালিকানাধীন মুদির দোকানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল অটোরিক্সা-দোকান https://corporatesangbad.com/53094/ |