শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

Posted on January 20, 2026

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় শ্রী পবিত্র (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সালফা ভস্তা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পবিত্র ধুনট উপজেলার মালিপাড়া এলাকার মৃত জীতেন চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র প্রতিদিনের মতো ধুনট থেকে শেরপুর মাছের আড়তে আসছিলেন। মাছ সংগ্রহ করে তা ধুনট বাজারে বিক্রি করাই ছিল তার পেশা। আজ ভোরে ধুনট থেকে সিএনজিযোগে শেরপুর আসার পথে সালফা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে তাদের যানটি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পবিত্রের মৃত্যু হয়। মাছ ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, পবিত্র একজন পরিশ্রমী মানুষ ছিলেন। প্রতিদিন সকালে আমাদের আড়তে আসে। আজ কুয়াশার কারণে ট্রাকটি দেখা যায়নি, মুহূর্তেই সব শেষ হয়ে গেল।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অন্য যাত্রীকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে