সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

Posted on January 20, 2026

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের শীর্ষ বিটুবি (B2B) মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ (PriyoShop), দেশের খুচরা বিক্রেতাদের আরও শক্তিশালী করতে এক মাসেই ৭টি নতুন ডিস্ট্রিবিউশন হাব উদ্বোধন করেছে। নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলার খুচরো দোকানিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই বিশেষ হাবগুলোর উদ্বোধন।

এই সম্প্রসারণে রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ফ্ল্যাগশিপ হাব, যা গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক কাঠামো দ্বারা পরিচালিত। এছাড়াও নেত্রকোণা সদর, মোহনগঞ্জ, তারাকান্দা, কলমাকান্দা, মদন এবং পূর্বধলায় আরও ছয়টি হাব খোলা হয়েছে। এসব হাবে দেশের জনপ্রিয় ব্র্যান্ডের এফএমসিজি পণ্য পাওয়া যাচ্ছে দোকানিদের দোরগোড়ায়।

সোনারগাঁও হাবটি মূলত প্রিয়শপ আর গ্রামীণফোনের এক যৌথ প্রচেষ্টার ফ্ল্যাগশিপ। এখানে সহজ রিস্টকিং এর সাথে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক। এর ফলে নারায়ণগঞ্জের ৩২টি ডেলিভারি রুটে হাজার হাজার দোকানদার এখন ২৮৮টিরও বেশি বড় বড় ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় সব পণ্য সহজেই হাতে পাবেন, আর সাথে পাবেন শক্তিশালী ডিজিটাল পণ্য বিক্রয়ের সুবিধাও।

গ্রামীণফোন-চালিত এই হাবের মাধ্যমে খুচরা ব্যবসায়ীরা এখন মোবাইল ফোন থেকেই তাদের পুরো ব্যবসা পরিচালনা করতে পারছেন। প্রিয়শপ অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার করা, জামানত ছাড়াই ঋণ পাওয়া, ডিজিটাল পেমেন্ট করা এবং নিশ্চিত পরের দিন ডেলিভারি পাওয়া সবকিছুই এখন সহজ। গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যবসায়িক টুলসের কল্যাণে ব্যবসায়ীরা সরাসরি ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য কিনে লাভের মার্জিন বাড়াতে পারছেন, এবং কোনো বিঘ্ন ছাড়াই ব্যবসা চালাতে পারছেন।

সোনারগাঁওয়ের পাশাপাশি নেত্রকোনায় আরও ৬টি নতুন হাব চালু করেছে প্রিয়শপ। এই হাবগুলো জেলার ৫৭টি রুটে পণ্য সরবরাহ করবে। এর ফলে যেসব এলাকার দোকানিরা আগে পণ্য পেতে ভোগান্তি পোহাতেন, এখন তারা স্বচ্ছ মূল্যে সরাসরি ব্র্যান্ডের পণ্য পাবেন। নিশ্চিত পরের দিন ডেলিভারি এবং ব্যবসায়িক প্রশিক্ষণ কর্মসূচির সুবিধা, যা এখানে আগে পাওয়া যেত না, তা এখন সহজলভ্য।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, “গ্রামীনফোনের সাথে আমাদের পার্টনারশিপের মাধ্যমে লাভবান হবে সোনারগাঁয়ের অনেক দোকানি। এছাড়াও নেত্রকোনায় ছয়টি স্থানে অবস্থিত নতুন হাবগুলো আমাদেরকে ২ লক্ষ দোকানিদের কাছে আরও সহজে পৌঁছাতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য হলো ১০ লক্ষ মুদি দোকানিদের কাছে পৌঁছানো, এবং দেশের বেশ চ্যালেঞ্জিং সেক্টর রিটেইল ইকো সিস্টেম, সেটায় লাভজনক ভাবে এগিয়ে চলা।”

প্রিয়শপ বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে সরাসরি কাজ করার মাধ্যমে দেশের খুচরা বিক্রেতাদের জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করছে। এর মাধ্যমে একদিকে যেমন ৩.৫ বিলিয়ন ডলারের এমএসএমই ঋণ ঘাটতি পূরণ হচ্ছে, অন্যদিকে প্রান্তিক দোকানিদের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে।