আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাকে হত্যার ঘটনায় ছেলে মুকুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদন্ড সাজা প্রাপ্ত মুকুল হোসেন(২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের আহসান হাবিব ওরফে আসান আলির ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের জবেদা খাতুনের সাথে ছেলে মুকুল হোসেনের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন কলহ চলছিল। এরই জের ধরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে ধারালো অস্ত্র দিয়ে জবেদা খাতুনকে এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই আলাউদ্দিন বাদী হয়ে মুকুল হোসেনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মুকুল হোসেনকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানার সাব-ইন্সপেক্টর হাসানুজ্জামান ২০২১ সালের ৩১ ডিসেম্বরমুকুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২১ জন সাক্ষীর মধ্য ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কোর্ট হাজতে নেওয়া হয়েছে।
রাষ্ট্র পক্ষের আইনজীবি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড, বেলাল হোসেন বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। খুব দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন হয়েছে। এধরনের সাজা হলে সমাজে অপরাধ কর্মকান্ড কমে আসবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড https://corporatesangbad.com/53081/ |