গাজীপুর প্রতিনিধি: ঢাকা পল্টন এলাকায় বিএনপির সমাবেশে পুলিশ সদস্য পারভেজ হত্যার ঘটনায় জড়িত ৪ জন কে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার রাতে জিএমপি সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় অভিযান পরিচালনা করে আত্নগোপনে থাকা অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করে জিএমপি ডিবি পুলিশ।
পরে গ্রেফতারকৃত ইমরান কে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টনে পুলিশ সদস্যদের উপর হামলা ও পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার পর সেসহ অন্যান্যরা গ্রেফতারের ভয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আত্নগোপনে থাকে। পরে ইমরানের দেওয়া তথ্য মতে তথ্য প্রযুক্তি ও ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি এবং তাদের মোবাইল বিশ্লেষণ করে পুলিশ সদস্যদের উপর আক্রমণের ঘটনায় জড়িত বাবুল মিয়া, মনির হোসেন, ও বাদল নামে আরো তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিএনপির সমাবেশে পুলিশ হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ৪ https://corporatesangbad.com/53078/ |