এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

Posted on January 18, 2026

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন সহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ও মোহাম্মদ মিজানুর রহমান, এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনের প্রধান রিশাদ হোসেন উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান যুগে ব্যাংকিং খাত কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্থিক প্রযুক্তি নির্ভর হচ্ছে। তাই একজন ব্যাংক কর্মকর্তার শুধু প্রফেশনাল নলেজ থাকাই যথেষ্ট নয়; উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও নৈতিকতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি গ্রাহকসেবায় পেশাদারিত্বের উপর জোর দিয়ে সততা, নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজেকে গড়ে তুলে ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরের নেতৃত্ব দিতে তৈরী হওয়ার জন্য নতুন প্রজন্মকে উপদেশ দেন।