![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০১৮ সালে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বর্তমানে দখলে চলে যাওয়ায় সেখানে কোনো খেলা বা ক্রীড়া কার্যক্রম হচ্ছে না। মাঠের ভেতরে ব্যক্তিগত স্থাপনা ও বাগান গড়ে ওঠায় সরকারি অর্থে নির্মিত অবকাঠামো কার্যত অচল হয়ে পড়েছে।
প্রায় ত্রিশ ফুট গভীর জলাশয় ভরাট করে কাজিপুর স্টেডিয়াম নির্মাণ করা হয়। সেখানে গ্যালারি, বেঞ্চ, ড্রেসিং রুম, ওয়াশ ব্লক ও কর্মকর্তাদের জন্য স্টাফরুম নির্মিত ছিল। উদ্বোধনের পর কয়েক বছর নিয়মিত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
২০২৪ সালে মাঠটি স্থানীয় জমির মালিকদের দখলে চলে যায়। বর্তমানে মাঠের অধিকাংশ অবকাঠামো অপসারিত। ড্রেসিং রুম, ওয়াশ ব্লক ও স্টাফরুমের কিছু অংশ বিদ্যমান থাকলেও মাঠের ভেতরে বসতঘর নির্মাণ ও বাগান স্থাপন করা হয়েছে।
কাজিপুর পিআইও অফিসের তথ্য অনুযায়ী, স্টেডিয়াম নির্মাণের সময় সরকারি জমিতেই মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার কাছে মাঠটির বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই।
সরকারি নথি অনুযায়ী, ২০১৬ সালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় কাজিপুরে স্টেডিয়াম নির্মিত হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে স্থাপনা নির্মাণ করা হয়। পিআইও অফিসের মাধ্যমে জলাশয় ভরাটে ব্যয় হয় কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত বিভাগের মাধ্যমে চারপাশে ভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণ করা হয়। ২০১৮ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্টেডিয়ামটি উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকরা আদালতে মামলা করে রায় পাওয়ার পর মাঠের দখল নেন।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, কাজিপুর মিনি স্টেডিয়াম সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। মাঠটি চালুর বিষয়ে জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পটি ২০১৫ সালের ৭ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দখলে, কোটি টাকার সরকারি অবকাঠামো অচল https://corporatesangbad.com/530640/ |