২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

Posted on January 15, 2026

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার ফক্স নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় রয়েছে সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া ও থাইল্যান্ডসহ একাধিক দেশ।

মেমোটি নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি। ফক্স নিউজ জানায়, মেমোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রদান স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন না দপ্তর তাদের ভিসা প্রক্রিয়াকরণ পদ্ধতি পুনর্মূল্যায়ন শেষ করছে। এই স্থগিতাদেশ কতদিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

এই সিদ্ধান্ত এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে চালানো ব্যাপক অভিবাসন দমন অভিযানের মধ্যেই।

গত নভেম্বর মাসে হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হওয়ার ঘটনার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি সব 'তৃতীয় বিশ্বের দেশ' থেকে অভিবাসন 'স্থায়ীভাবে স্থগিত' করবেন।