সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

Posted on January 14, 2026

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট হোম প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে চলতি বছর সিইএস-এ নজর কেড়েছে স্যামসাং।

মেলার ‘ফার্স্ট লুক’ ইভেন্টে প্রতিষ্ঠানটি তাদের ‘কম্প্যানিয়ন টু এআই লিভিং’ লক্ষ্য সবার সামনে তুলে ধরে, যেখানে টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স, গেমিং মনিটর ও হেলথ টেকসহ বিভিন্ন পণ্যে এআই প্রযুক্তি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

টেলিভিশন ব্যবহারকারীর ভিউইং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে চলতি বছর সিইএস ২০২৬ -এ স্যামসাং নিয়ে এসেছে ভিশন এআই কম্প্যানিয়ন (ভিএসি), যা টিভির ক্ষেত্রে অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করবে। ব্যবহারকারী টিভিতে কী দেখবেন বা কী ধরনের খাবার খেতে পারেন কিংবা মুড অনুযায়ী কোন গান শুনতে ভালো লাগবে, এসব বিষয়ে টিভি এখন নিজ থেকেই ব্যবহারকারীকে সাজেশন দিবে। ওএলইডি, নিও কিউএলইডি, কিউএলইডি ও ইউএইচডি টিভিসহ স্যামসাংয়ের ২০২৬ সালের সম্পূর্ণ টিভি লাইনআপেই যুক্ত থাকছে ভিএসি। এছাড়াও, এই বছরের সিইএস -এ স্যামসাংয়ের প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল ব্র্যান্ডটির ১৩০-ইঞ্চি মাইক্রো আরজিবি ডিসপ্লে প্রযুক্তির বৈশ্বিক উন্মোচন।

মেলার শেষ দিনে স্যামসাংয়ের ডিজিটাল অ্যাপ্লায়েন্সেস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির শিল্পখাতে নেতৃত্ব প্রদানকারী উদ্ভাবন ও স্মার্ট হোমের ভবিষ্যৎ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এআই ও স্মার্টথিংস প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান ভূমিকার কথাও তারা তুলে ধরেন। এছাড়াও, স্যামসাংয়ের ওপেন ইকোসিস্টেম ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটির মাধ্যমে ঘরকে আরও স্মার্ট, বিদ্যুৎ সাশ্রয়ী এবং সহজে ব্যবস্থাপনাযোগ্য করে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।