![]() |

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের পলাশপোল এলাকার মো. আমিনুল সরদারের ছেলে মো. ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার মৃত রাজ্জাক এর ছেলে মো. রাকিব হোসেন (২০) ও একই এলাকার মৃত মুকুল হোসেন এর ছেলে মো. মুরাদ হোসেন (২০)।
সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করা হয়।
এ সময় ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেলসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।
সেনা ক্যাম্প সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩ https://corporatesangbad.com/530582/ |