বিয়ে করলেন জেফার-রাফসান

Posted on January 14, 2026

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই।

ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার থেকে তাদের বিয়ের গুঞ্জন জোরালো হলেও উভয় নীরব ছিলেন। অবশেষে ফেসবুকে নিজেদের ছবি শেয়ার করে বিয়ের কথা স্বীকার করেছেন রাফসান। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে।

গত দুই বছর ধরেই জেফার ও রাফসানকে ঘিরে প্রেমের আলোচনা চলছিল। একসঙ্গে কাজ করা, দেশ–বিদেশে ভ্রমণের ছবি কিংবা বন্ধুদের আড্ডায় একসঙ্গে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে নানা ব্যাখ্যা সামনে আসে। তবে শুরু থেকেই এই সম্পর্ককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তারা। দুজনেরই বক্তব্য ছিল তারা কেবল বন্ধু ও সহকর্মী। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না বলেও বারবার জানিয়েছেন।

উল্লেখ্য, রাফসান সাবাব দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন।

২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব। সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াকেই সবচেয়ে সম্মানজনক সমাধান মনে হয়েছে।

অন্যদিকে, রাফসানের সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা তখন জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই রাফসান ও জেফার রহমানের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।