নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল ন্যানো লোনের বিপরীতে ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আবুল বশার এবং অতিরিক্ত পরিচালক মো: ইকবাল মহসীন এর উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের এফআইইউ এর পরিচালক জয়শ্রী বাগচী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কনজ্যুমার ব্যাংকিং এএনএম মাহফুজ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিজিটাল ন্যানো লোনের মাধ্যমে পুনঃঅর্থায়ন প্রাইম ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি https://corporatesangbad.com/5305/ |