![]() |

স্পোর্টস ডেস্ক : ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, তাই ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার না করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এই অঙ্গীকারের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।
নিরাপত্তা শঙ্কার কারণে আইসিসিকে দুই দফায় চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। প্রতিক্রিয়াও এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে। তাতে পরিষ্কার হয়েছে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নেই।
আইসিসির নিরাপত্তা দল থেকে অবগত হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, আইসিসি চিঠিতে বলেছে তিনটি বিষয় থাকলে বাংলাদেশ দলে নিরাপত্তা শঙ্কা বাড়বে।
কারণগুলো হলো-
১. বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান থাকেন।
২. বাংলাদেশের সমর্থকরা যদি দেশের জার্সি পরে ঘোরাফেরা করেন।
৩. নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে।
এরপর আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসির নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নাই।’
আইসিসির এমন প্রত্যাশা অযৌক্তিক মনে করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট দল করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিবো- এরচেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোন প্রত্যাশা হতে পারে না।’
‘আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত ১৬ মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মোস্তাফিজের বিষয়টি এবং এরপর আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
‘আমরা মনে করি ক্রিকেটের উপর কারো কোন মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি বৈশ্বিক সংগঠন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কথায় ওঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনরকম নতি স্বীকার করব না।’
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর্দা উঠবে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা টাইগারদের। এরপর একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা https://corporatesangbad.com/530450/ |