আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য: তাহসান

Posted on January 11, 2026

বিনোদন ডেস্ক: গত বছরের ৪ জানুয়ারিতে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিন্তু বছর পার হতেই তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই। 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রথমবারের মতো একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান। 

তিনি বলেন, আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না। তবে অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়। 

কবে এবং কেন এমন সিদ্ধান্ত—এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। তারা বেশ কিছুদিন ধরেই আলাদা আছেন। তার ভাষায়, গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।

নিজের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে তাহসান বলেন, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না। মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় তার। তিনি একা একা ভ্রমণ করছেন।

তিনি বলেন, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন। পাশাপাশি নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। দ্বিতীয় সংসার নিয়েও অনিশ্চয়তার খবর সামনে আসায় তাহসানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় উঠে এসেছে শোবিজ অঙ্গনে।

আরও পড়ুন:

ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে: সোহেল রানা

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে মনির খান