মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু

Posted on November 22, 2023

নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৫০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়েছে।

রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে ‘ডেব্যুট ট্রেডিং অ্যান্ড রিং দ্য বেল’ ও ‘সাইনিং অফ লিস্টিং এগ্রিমেন্ট’ শিরোনামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রেডিং শুরু হয়।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের হেড অব ট্রেজারী ও এসইভিপি অসীম কুমার সাহা ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চীফ রেগুলেটরি অফিসার খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে লিস্টিং চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও নিকুঞ্জ শাখা প্রধান ফারুক আহমেদ, ট্রেজারী ডিভিশনের এফভিপি মোহাম্মদ তারেক পারভেজ খান, ডিএসই’র সিএফও এ.জি.এম. সাত্বিক আহমেদ শাহ, এজিএম মোঃ রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্ডটি ডিএসইতে এন ক্যাটাগরিতে লেনদেনের জন্য তালিকাভুক্ত হলো। ডিএসইতে মার্কেন্টাইল ব্যাংকের পারপেচুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো ’গইচখঈচইঙঘউ’ এবং বন্ডের স্ক্রিপ্ট কোড ২৬০১৪।