![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ৫১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম তিনদিনে প্রবাসী আয় এসেছিল ২১ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৭ দশমিক ১০ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৫৫ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই আয় ছিল এক হাজার ৩৯৮ কোটি ৭০ লাখ ডলার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| তিন দিনে রেমিট্যান্স এলো ২৮ কোটি ৮০ লাখ ডলার https://corporatesangbad.com/529993/ |