![]() |

কর্পোরেট ডেস্ক: ব্যাংকের টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইএফআইসি ব্যাংকের ৭৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করা হয়েছে। এই পদোন্নতি কর্মীদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় "সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন" শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের।
হাইব্রিড মডেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ২৯ জন কর্মকর্তার কাছে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা এবং ওমান এক্সচেঞ্জ এলএলসি থেকে আরো ৪৫ জন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার কাছে ভার্চুয়ালী পদোন্নতি পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “দক্ষ ও উদ্যমী মানবসম্পদই ব্যাংকের অগ্রযাত্রার প্রধান শক্তি। ভবিষ্যতেও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আরও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ব্যাংকের সাফল্য ও গ্রাহকসেবায় ইতিবাচক অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।”
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে যোগ্যতা ও পারফরম্যান্সভিত্তিক ক্যারিয়ার উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হৃদ্ধ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৭৪ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান https://corporatesangbad.com/529973/ |