![]() |

বিনোদন ডেস্ক: অস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান কলকাতার মঞ্চে ফিরছেন দীর্ঘ ১৩ বছর পর। নতুন বছরের শুরুতেই কথা ছিল মঞ্চ মাতানোর তবে সেই তারিখ পেছানো হয়েছে। ১১ জানুয়ারি কনসার্ট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১১ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ জানুয়ারি শোটি হচ্ছে না। তবে অনুষ্ঠান পুরোপুরি বাতিল করা হয়নি। জানুয়ারির বদলে এপ্রিল মাসে অনুষ্ঠান হবে। আগামী ১১ এপ্রিল কলকাতায় এ আর রহমানের শো হবে। অনুষ্ঠান শুরুর সময় বিকাল ৫টা।
অনুষ্ঠানের ভেনু এখনও জানানো হয়নি। প্রায় ৫ ঘণ্টার অনুষ্ঠান করার কথা সুরকারের। কলকাতায় এর আগেও বেশ কয়েক বার এসেছেন গায়ক-সুরকার। ২০১২ সালে কনসার্ট করতে কলকাতায় এসেছিলেন তিনি।
সল্টলেট স্টেডিয়ামে সেই অনুষ্ঠানটি হয়েছিল। পরে ২০১৫ সালে পেলের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এত বছর পরে কলকাতায় এ আর রহমানের শোয়ের কথা জেনে উচ্ছ্বসিত দর্শক।
আরও পড়ুন:
ফের সংসার ভাঙল সংগীতশিল্পী সালমার
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| কলকাতায় এ আর রহমানের কনসার্ট স্থগিত https://corporatesangbad.com/529815/ |