![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে একটি গোডাউন থেকে ইউরিয়া সার জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গান্ধাইল ইউনিয়নের কাঠালতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিসিআইসির সার ডিলার রেজাউল করিম রঞ্জুর গোডাউন পরিদর্শনকালে সরকারি বিধিমালা লঙ্ঘন করে মজুদ করা ৪৬ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মোট পরিমাণ প্রায় ২ হাজার ৩০০ কেজি।
অভিযান শেষে জব্দ করা সার সরকারি নির্ধারিত দরে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ৬১ হাজার ১৮০ টাকায় বিক্রি করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ডিলারকে ১০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট ডিলারকে ওই ঘটনায় অব্যাহতি দেওয়া হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে অবৈধ সার মজুদ, গোডাউন থেকে সার জব্দ ও জরিমানা https://corporatesangbad.com/529812/ |