নিলামে ৮৯ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Posted on December 31, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৯ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১২২ টাকা ৩০ পয়সা দরে ডলার কেনা হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বর মাসে মোট ১ হাজার ৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেনা হয়েছে ৩ হাজর ১৩৫ দশমিক ৫০ মিলিয়ন ডলার।