মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজার প্রস্তুতি সম্পন্ন

Posted on December 31, 2025

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে সরকার।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়, আজ দুপুরে জানাজার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে এই জানাজা অনুষ্ঠিত হবে।

দেশের এই বরেণ্য নেত্রীর প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মানিক মিয়া এভিনিউ সংলগ্ন চারপাশের সড়কগুলোতেও সাধারণ মানুষের অবস্থানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দাফন প্রক্রিয়া সসম্মানে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্যদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দাফন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত থাকবে।

এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাঁর জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতি মুফতি আব্দুল মালেক।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। দেশ-বিদেশে তথা দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এ নেত্রী আজ দেশবাসী, দলীয় নেতাকর্মী, ভক্ত ও অনুসারীদের কাঁদিয়ে পরলোকে পাড়ি জমান।

আরও পড়ুন:

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আজ সরকারি ছুটি

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক মহান অভিভাবক: প্রধান উপদেষ্টা